যে বিজয় এনেছি ছিনিয়ে
সাগর রক্ত দামে,
সে বিজয় আসেনি এখনো
প্রতিটি ঘর গ্রামে।
এখনো মানুষ মরে অনাহারে
হাহাকার পথে ঘাটে,
এখনো মানুষ আশ্রয়হীন ঘুরে
স্বাধীন র্স্বাবভৌম এদেশে।
এখনো মানুষ নির্যাতিত হয়
সবলদের রোষানলে,
এখনো বিজয় আসেনি নীতির
রাজনীতির এমাঠে।
স্বার্থের টানে এখনো মানুষ খুন করে তার
অতি আপন জনে,
একটুও তার হয়না চেতনা
পাষাণ হৃদয় মনে।
পরের কষ্টে এখনো অশ্রু
ঝরেনা কারো চোখে,
কি করে বিজয় দেখবে বল
ঐ পাষাণ লোকে?
যাঁদের অবদানে এলো স্বাধীনতা
তাঁদের অবজ্ঞা করে,
কি করে পাবে স্বাধীনতার স্বাদ
ঐ সকল লোকে?