বাংলাদেশের বসবাসরত একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী মণিপুরি মুসলমানদের আর্দশ সমাজ গঠনের আলোচনা সভা ও করোনা ভাইরাস থেকে মানবজাতির মুক্তির লক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদ।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারে কমলগঞ্জে আদমপুরস্থ তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মসজিদে আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মণিপুরি মুসলিম সমাজে আলেম উলামাদের সম্পৃক্ততা আরও মজবুত হওয়া প্রয়োজন মনে করেন বক্তারা । ইলমে দ্বীন হাসিল করার পর যদি আলিমগণ শিক্ষকতা, ইমামতি, ওয়াজ ও নসিহত, সাংবাদিকতা-মিডিয়া, ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা ও সমাজিক উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হন—তাহলে আর্দশ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
এতে মাওলানা মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর মোনাজাত করেন৷ তার মোনাজাতে সম্প্রতি সময়ে পৃথিবীর শতাদিক দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। বিশেষত বাংলাদেশে সর্বমহলের জনসাধারণের সুস্বাস্থ্য কামনা ও রোগাক্রান্ত ব্যক্তিগত আশুরোগ মুক্তি কামনা করেন।
এসময় মণিপুরি মুসলিম উলামা ঐক্য পরিষদের আহ্বায়ক জালাল পুর জামে মসজিদ খতিব জুবায়ের আহমদ, সদস্য সচিব ফাজিলে হাটহাজারী মাওলানা জহিরুল হক, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী, গুলের হাওর মুয়াজ ইবলে জাবাল মাদ্রাসার শিক্ষক মুফতি হারুনর রশীদ, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান ,মণিপুরি মুসলিম ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা তয়েব আলী, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম প্রমুখ অংশগ্রহণ করেন ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মণিপুরি মুসলিম উলামাগণ দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেন।