পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় কেড়ে নিল প্রথম শ্রেণী প্রাইমারি স্কুল ছাত্রের প্রাণ।পঞ্চগড় সদর উপজেলার তেতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে অমরখানা সেতু সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় সাহিম (৭) নামের প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মক্তঅঞ্চল সেতু সংলগ্ন ও বিজিবি ক্যাম্পের সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।অমরখানা ইউনিয়নের সীমান্ত চেকরমারী এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে সাহিম এবং দ্বারীকামারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটি শেষে সাহিম সহ তার সহপাঠীরা মিলে বাড়ির ফিরার পথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা তেতুলিয়াগামী ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে সাহিম মৃত্যু বরণ করে।এ দিকে তেতুলিয়া হাইওয়ে থানা উপ-পরিদর্শক আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ট্রাকটি আটক করেছেন।