নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর থানার পার নওগাঁ রাজ হোটেলের সামনে থেকে রাব্বি মন্ডল (৪৫) এবং তার স্ত্রী নাসিমা বেগম (৪২) কে গ্রেফতার করা হয়। তার উভয়ে স্বামী-স্ত্রী।
সেই সঙ্গে তাদের নিকট থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, সদর থানার পার নওগাঁ মধ্যপাড়া এলাকার আশরাফুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং রাব্বি মন্ডলের স্ত্রী নাসিমা বেগম।
ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।