চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৬ পিছ ইয়াবা সহ দুজন কে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার লক্ষীপুর মাষ্টার পাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে সাকিব (২২),একই উপজেলার আতাহার গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৩)।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রোববার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ পৌর এলাকার ইসলাম পুর গ্রামের খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুজন কে ২৬ পিছ ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ওসি আরো জানান, একই রাতে যৌতুক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি দোগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৩০)কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।