দীপ অধিকারী পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০২০ (১৪২৭ বঙ্গাব্দ) উপজেলার ১টি পৌরসভা ও ইউনিয়নে ১৩৮টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সরবরাহকৃত তালিকা অনুযায়ী উপজেলা কমিটির সভাপতি সমীরন সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস স্বাক্ষরিত এসব মন্দির ও কমিটির সভাপতি-সম্পাদকদের নামের তালিকা বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি মোঃ এজাজ শফীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও কমিটি সংশ্লিষ্টদের মধ্যে সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, বিবেক ধর ও ত্রিনাথ বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পৌরসভায় ৬টি, হরিঢালী ২০, কপিলমুনি১৭, লতা ১১, দেলুটি ১৩, সোলাদানা ১১, লস্কর ১৬, রাড়ুলী ১৭, চাঁদখালী ১২ ও গড়ইখালী ইউপিতে ১১টি মন্দিরে পূজা হবে।