পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জনগণকে জিম্মি করে ব্যবসা করা কোনো নীতি হতে পারে না জাতীয় প্রেসক্লাবে আজ রোববার আয়োজিত এক স্মরণসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলো মাঠে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, শিগগিরই দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসবে। টিসিবি দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করছে। দাম শিগগিরই কমে যাবে।