এসএম কামালকে সাংগঠনিক সম্পাদক করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নড়াইল সদর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে দ্রুত উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। তার হাতকে আরও শক্তিশালী করার জন্য নতুন কমিটির গুরুত্ব অপরিসীম। সদ্য অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে ৯ম বারের মত বঙ্গবন্ধুর কন্যাকে সভানেত্রী নির্বাচিত ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক এবং এস এম কামালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় নড়াইল সদর পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও কাউন্সিলদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে এস এম কামালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক(০১) ও নড়াইল সদর পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস রুপগঞ্জ বাজারে মিষ্টি বিতারণ করেন এবং এস এম কামালকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও এস এম কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।