যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুরে নগরের জিন্দাবাজারের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত লুবনা আক্তার ওই এলাকার তৌহিদ আহমদ নিপুর স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, যুক্তরাষ্ট্র প্রবাসী তৌহিদ আহমদ নিপুর সঙ্গে প্রায় দুই বছর আগে বিয়ে হয় লুবনার। রোববার দুপুরে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। এ সময় করোনা পরিস্থিতিতে দিনমজুরদের সহায়তা করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন লুবনা।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, আমরা বাসার দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে ঝগড়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।