মানুষ কি না করতে পারে ভালবাসার জন্য! ভালোবাসার মানুষটির জন্য দেশ ছেড়ে, স্বজনদের ছেড়ে পরবাসী হয়েছেন বহু তরুণ-তরুণী। বাংলাদেশে এরকম গল্প এখন হরহামেশাই। কিন্তু এবারের গল্পটা একটু ভিন্ন। বাংলাদেশি তরুণদের বিয়ে করতে বহু বিদেশি ললনা ছুটে এলেও এবার এসেছেন এক তরুণ। সুদূঢ় লন্ডন থেকে বিয়ে করতে ছুটে এসেছেন তিনি। তবে শুধু বিয়ে নয়, মনের মানুষটি আপন করে পেতে ছেড়েছেন নিজের ধর্মও। গ্রহণ করেছেন ইসলাম ধর্ম।
ব্রিটিশ ওই তরুণের নাম গ্রাহাম স্টুয়ার্ট। আর যে তরুণীর সঙ্গে তার মন দেওয়া-নেওয়া তিনি হলেন চট্টগ্রামের তরুণী ফেরদৌসী কবির মুক্তা। লন্ডন থেকে ব্যারিস্টারি শেষ করেছেন তিনি। বাবার নাম হুমায়ুন কবির হেলালী। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ের একটি কমিউনিটি সেন্টারে সব কিছু সমাধা হওয়ার পর জাঁকজমকপূর্ণভাবে বিয়ে হয় স্টুয়ার্ট-মুক্তার। এর আগে ব্রিটিশ ওই তরুণ গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। এরপর চট্টগ্রাম নগরীর লাভলেন এলাকার একটি বাসাতে ওঠেন। ধর্মীয় রীতি সেরে গত ২৬ ডিসেম্বর গায়ে গলুদ অনুষ্ঠান হয় তাদের।