বাড়িয়ে দেই সামাজের দুস্থদের প্রতি হাত এই স্লোগসানকে সামনে রেখে বাগমারা উপজেলা ১৩নং গোয়ালকান্দী ইউপিতে ৩৬৫ টি শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গোয়ালকান্দী ইউপির পক্ষ থেকে ইউপি প্রাঙ্গনে আয়োজনে কম্বল বিতরণ করা হয়।
গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।
গোয়ালকান্দী ইউপির সচিব আব্দুুল বারী,অফিস সহকারী সাহিন আলম, ইউপি মেম্বার মাহাবুর রহমান,আব্দুল করিম মোল্লা,নাজমুল হোসেন,মজনু রহমান,মহিলা মেম্বার কমেলা বিবি,মমেনা বিবি,রোকেয়া বিবি, সহ অন্য সদস্যারা মাঝে উপস্থিত ছিলেন।