রাজধানীর বাড্ডায় এক সাংবাদিকের বাসায় এসি বিস্ফোরিত হয়ে বাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে হয়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু অপরাধ বিভাগের সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বাড্ডার আফতাবনগরে ১০ তলা একটি ভবনের দশম তলায় পিয়াসদের বাসা। বৃহস্পতিবার ভোরে এসির কম্প্রেসর বিস্ফোরিত হয়ে বাসার একটি কক্ষে আগুন লাগলে পিয়াস দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় পিয়াসের বাবাও অসুস্থ হয়েছেন। তিনি ধোঁয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে এখন সুস্থ আছেন।