অবৈধ পথে ভারতের পাচার হওয়ার ২ বছর পর লাবনী খাতুন (১১) নামে এক কিশোরীকে বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে তাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে।
তার বাড়ি খুলনার বটিয়াঘাটা অঞ্চলে।
বেনাপোল আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে পাচার হওয়া এক কিশোরীকে বিএসএফ সদস্যরা হস্তান্তর করেছে। জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও তাকে তাদের জিম্মায় নিয়ে তার অবিভাবকের নিকট হস্তান্তর করবে বলে তিনি জানান।