পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাটি খুঁড়ে মুক্তিযুদ্ধের সময়ের পুঁতে রাখা বন্দুক, তিন রাউন্ড গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ারপাড়া এলাকা থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার এসআই আকবর আলী জানান, বিকালে মাটি খননের কাজ চলে মাটিয়ারপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুর জমিতে।
এ সময় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
এসআই জানান, পুলিশ গিয়ে গুলিসহ বন্দুকটি থানায় নিয়ে যায়। এ ব্যাপারে তদন্ত চলছে।
তবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর কেউ বন্দুকটি সেখানে পুঁতে রেখে গেছে।