গতকাল শুক্রবার নওগাঁর রাণীনগর রেলওয়ে ষ্টেশনের পার্শ্বে গড়ে উঠা বস্তি এলাকায় নওগাঁর ফায়ার ষ্টেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সকালে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগুনের ভয়াবহতার ব্যাপারে বস্তি এলাকার সাধারণ লোকজনকে সচেতন করা ও যে কোন দূর্যোগ দূর্ঘটনায় নিজেদের হেফাজত রাখার কলা-কৌশল নিয়ে নানা ধরণের প্রাথমিক ধারণা জনগণকে দেওয়ার জন্যই নওগাঁ ফায়ার ষ্টেশনের উদ্দোগে নিয়মিত বিভিন্ন স্থানে অগ্নি মহড়া পরিচালনা করা হয়। এতে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, নওগাঁ সদর ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো: ছাবের আলী প্রাং। তিনি বলেন, মানব সভ্যতার শুরু থেকেই প্রয়োজনের তাগিদে আগুন আমরা ব্যবহার করে থাকি। অক্সিজেন, ধার্য্যপদার্থ ও নানা প্রকারের জ্বালানি আগুনের গতিকে বাড়িয়ে দেয়। কোন জায়গায় আগুন লাগার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে পানি দিয়ে চটের বস্তা ভিজিয়ে নিয়ে জলন্ত আগুনে চাপা দিলে আগুনের শ্বাস বন্ধ হয়ে নিভে যায়। । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিম লিডার মো: মতিউর রহমানসহ ৪ জন ফায়ারম্যান।