মো: ওহেদুল ইসলাম মিলন,রাণীনগর (নওগাঁ): স্বেচ্ছায় সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘মানুষ মানুষের জন্য’ এর উদ্যোগে নওগাঁর রাণীনগরে দেড় শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সদরের লোহাচ‚ড়া গ্রামের হাটখলা চত্ত¡রে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে বস্ত্রবিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন আকন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোলাম হোসেন আকন্দ, রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সাখাওয়াত হোসেন, ডাক্তার আকরাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরিদ শেখ, খন্দকার নূরুল হক, বেলায়েত হোসেন বেলু ,মানুষ মানুষের জন্য সংগঠনের পরিচালকবৃন্দদের মধ্যে জুনায়েদ রহমান চন্দন, মো: মিজানুর রহমান, এসএম সাদেকুর রাজ্জাক (কচি), কেএম আশরাফুল আলম (অনতু) বস্ত্র বিতরণী অনুষ্ঠাটি সার্বিক ভাবে পরিচালনা করেন। স্বেচ্ছা মূলক সংগঠনটি প্রতিবছরই গীরব অসহায়দের মাঝে খাদ্য বস্ত্র বিতরনসহ বিভিন্ন দূর্যোগপূর্ণ পরিস্থিতে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে যথাসাদ্য সহযোগিতা করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।