ঠাকুরগাঁও পুলিশ সুপারের একান্ত নির্দেশনায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গত রাত ১০.৩০ ঘটিকায় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। এ সময় হবিবর রহমান(৩৮) পিতা- মৃত ভাতরু মোহম্মদ কে ১০০ বোতল ও জাহাঙ্গীর আলম(৩০) পিতা- আবু বক্কর সিদ্দিক কে ৫৫ বোতল ফেন্সিডিল সহ বালিয়াডাঙ্গী থানাধীন ০৩ নং ধনতলা ইউপির চৌটাকী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামন কুমার গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।